অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। জার্মানিতে বেড়ে চলা করোনা সংক্রমণের ভেতর ইস্টারের ছুটির সময় দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন আঙ্গেলা ম্যার্কেল।
দেশটিতে দৈনিক সংক্রমণ ইতিমধ্যে ২৪ হাজার পেরিয়ে গেছে। তার ওপর বর্তমানে আক্রান্তদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ করোনা ভাইরাসের আরো ছোঁয়াচে ব্রিটিশ সংস্করণ বহন করছে। ছুটির সুযোগ নিয়ে আরো বেশি মানুষের সমাবেশ ঘটলে সেই সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে।
এই অবস্থায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মানুষের উদ্দেশ্যে ইস্টারের ছুটির সময়েও কড়া সরকারি বিধিনিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও পডকাস্টের মাধ্যমে তিনি দেশবাসীকে বলেন, ‘সামনে কঠিন সময়। এখনই সবাইকে সতর্ক হতে হবে। ’
তার মতে, ডাক্তার ও নার্সরা একা এই মহামারি মোকাবিলা করতে পারবেন না। ভাইরাসের পরাজয় নিশ্চিত করতে সব মানুষকে সক্রিয় হতে হবে।
এপ্রিল মাস থেকে করোনা টিকার সরবরাহ বাড়লে করোনার প্রকোপ কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ করে ইস্টারের পর টিকাদান কেন্দ্রের পাশাপাশি ডাক্তারের চেম্বারেও টিকা দেওয়া শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার ও প্রশাসন মনে করছে।
এদিকে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। তিনি বলেন, জার্মানিতে অনুমোদিত সব টিকার প্রতিই তার আস্থা রয়েছে।
৬০ বছরের বেশি মানুষের জন্য টিকা দেওয়া শুরু হবার পর ৬৫ বছর বয়সী স্টাইনমায়ার টিকা নিলেন। এই টিকাকে ঘিরে ঘোর সংশয়ের ফলে অনেকেই দোটানায় রয়েছেন।