মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে বিজেপি- আইপিএফটি জোটের পরাজয় নিশ্চিত : সিপিএম

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ এপ্রিল।। যদি সুষ্ঠুভাবে আসন্ন এডিসি নির্বাচন হয়, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে বিজেপি আইপিএফটি জোটের পরাজয় নিশ্চিত । সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির অফিস কার্যালয়ে আহূত সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন বামপন্থী গনসংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস ।সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে পাঁচ জনের প্রতিনিধি  দল দক্ষিণ জেলার পুলিশ সুপারের  দ্ধারস্থ হয় বৃহস্পতিবার দুপুরে ।

এই প্রতিনিধি দল জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে ধরেন। আসন্ন নির্বাচনে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দাবি করেন এডিসি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহনের । দক্ষিণ জেলার জেলা পুলিশ সুপারের নিকট দাবি  জানানোর পর , সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির অফিস কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে  আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন ।

এই দিনের আয়োজিত সাংবাদিক সন্মেলনে বামপন্থী গনসংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস  অভিযোগ তুলে বলেন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারফলে সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিবেশ নেই । যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় সেই ব্যবস্থা গ্ৰহনের পাশাপাশি  প্রত্যেক ভোট কেন্দ্রে যাতে  পোলিং এজেন্ট দেওয়া যায় তা নিশ্চিত করার দাবি জানান।  ভোটের দিন বহিরাগতরা গিয়ে যাতে ভোটকেন্দ্রে ছাপ্পা ভোট দিতে না পারে এবং ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশ সুপারের নিকট করেছেন বলে জানান বিধায়ক সুধন দাস ।

পুলিশ সুপার নিরপেক্ষ ভাবে এ বিষয়ে দেখবেন এই আশ্বাস দেন বলেও জানান  বিধায়ক সুধন দাস । এছাড়া তিনি আরো জানান , রাজ্যকে দুরবস্থা থেকে রক্ষা করতে গেলে , এই সময়ে‌র মধ্যে বিজেপি আইপিএফটি মানুষের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে , মানুষ অভাবের মধ্যে পড়েছে তার থেকে রক্ষা পেতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি আইপিএফটিকে পরাজিত করে বামফ্রন্টকে এডিসিতে প্রতিষ্ঠা করা । রাজ্যের শান্তি সম্প্রীতি ও উন্নয়ন রক্ষা সহ মানুষদের স্বার্থে মানুষদের পাশে দাঁড়াতে পারে একমাত্র বামফ্রন্ট ।

এই অভিমত ব্যক্ত করে আহূত সাংবাদিক সম্মেলনে আসন্ন এডিসি নির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।   ।এই দিনের সাংবাদিক সম্মেলনে  বিধায়ক সুধন দাস ছাড়াও ছিলেন দক্ষিণ জেলার জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার , মহকুমা কমিটির সিট্যুর সভাপতি ত্রিলোকেশ সিনহা ও সম্পাদক বিজয় তিলক সহ দক্ষিণ জেলার জেলা কমিটির সদস্য আশুতোষ দেবনাথ ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?