অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। নতুন স্ট্রেইনের ফলে দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে লাগামহীন প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ। ইতোমধ্যে শনাক্ত ছাড়িয়ে গেছে ১৩ কোটির গণ্ডি। ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১ লাখ ৭৪ হাজারে।
গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৭ লাখ সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৬ লাখ ৪৮ হাজারে মতো। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১২ হাজার ৪০০ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৪০ হাজারের বেশি। গত কিছুদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ব্রাজিলে।
নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখ ৪৩ হাজারে দাঁড়িয়েছে। আরও ৩ হাজার ৬৭৩ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৮১ হাজার শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছে আরও ৪৬৮ জন।