সি আই টি ইউর সহ-অন্যান্য বেশকিছু শ্রমিক সংগঠন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু তাতে কর্ণপাত করছে না কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের একগুঁয়েমি সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে সিআইটিইউ সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো। দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ রাজ্যেও আন্দোলন সংগঠিত করা হয়।
সি আই টি ইউ এর পক্ষ থেকে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলে অংশ নিয়ে সিআইটিইউর বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন কেন্দ্রীয় সরকারপুঁজিপতি কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য শ্রম আইনের সংশোধনী এনেছে। তাতে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হবে। শ্রম আইনের সংশোধনী কোন ভাবে কার্যকর করতে দেওয়া হবে না।কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি সিআইটিইউর অফিসের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ ১ লা এপ্রিল সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শ্রম কোড বিল পুড়ানো কর্মসুচী নিয়েছে। সংযুক্ত কিষান মোর্চা এই কর্মসুচী তে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছ। আগরতলায় সকাল ১১ টায় সি আই টি ইউ অফিসে জমায়েত। পশ্চিম জেলাকে আগরতলার কর্মসুচীতে অংশ নিতে হবে।অন্য জেলা, মহকুমায় সি আই টি ইউ যে কর্মসুচী নেবে কৃষক সংগঠন সমুহ সে অনুযায়ী অংশ নিতে হবে।