তবে এই মুহূর্তে দক্ষ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে যারা বাপ্পীর সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা। চলতি মাসেই করোনা টিকার জন্য নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন বাপ্পি। সে কথা ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন।
তবে টিকা নিয়েছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি করোনার দাপট বেড়েছে মুম্বাইয়ে। ইতিমধ্যেই বলিউডের অনেকেই আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন রণবীর কপূর, আমির খান, পরেশ রাওয়াল, মাধবনের মতো একাধিক শিল্পী।