ভোটারদের টাকা বিলানোর অভিযোগ তৃণমূল প্রার্থী ও চিত্রনায়িকা সায়ন্তিকার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। ভোটের দিন নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের টাকা বিলানোর অভিযোগ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার তৃণমূল প্রার্থী ও চিত্রনায়িকা সায়ন্তিকার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে বিজেপি। বৃহস্পতিবার সকালে স্থানীয় ভৈরব মন্দিরে গিয়ে পূজা দেন সায়ন্তিকা।

সেখানে মন্দিরের বাইরে বসে থাকা কিছু দুস্থ মানুষের হাতে টাকা দেন তিনি। যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, ভোটের দিন টাকা বিলি করছেন সায়ন্তিকা।

নির্বাচনের ফাঁকে বাঁকুড়ার বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে ছিলেন সায়ন্তিকা। সেই সময়ই ‘টাকা বিলানোর’ অভিযোগ নিয়ে সায়ন্তিকাকে প্রশ্ন করা হলে পাল্টা জবাব দেন এই নায়িকা।

সায়ন্তিকা বলেন, অনেকেই তো বলছেন, আমি ভৈরব স্থান মায়ের মন্দিরে পূজা দিয়ে টাকা দিয়েছি। প্রণামীর বাক্সে ১০১ টাকা না দিয়ে মন্দিরের সামনে বসে থাকা গরিব মা-জ্যেঠিমাদের টাকা দিই, আশীর্বাদ নিই, চারটে ভোট পাই, তাতে আমি খুশি। বিজেপি তো টাকা দিয়ে খাইয়ে ভোটটা কেনাচ্ছে। সায়ন্তিকার এই মন্তব্য নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

তবে অভিযোগ শুধু সায়ন্তিকার বিরুদ্ধে তা নয়, তারকা প্রার্থীও বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছু পাল্টা অভিযোগ এনেছেন।

এদিন সকাল থেকেই বাঁকুড়ার বহু কেন্দ্রে বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। তবে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন্তিকা। মমতার প্রিয় প্রার্থী বললেন, বাঁকুড়ার মানুষ ফিরত আসবে এবং দিদিকেই ভোটটা দেবে।

ষড়যন্ত্র তো রয়েছেই, কারণ আমাদের বিরোধী দল জানে বাংলার মানুষ দিদিকে ভালোবাসে। যেখানে আমাদের মানুষজন স্ট্রং রয়েছে, সেখানেই ইভিএম মেশিন খারাপ। তবে জিতব আমি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?