ঘটনার বিবরণে জানা যায়,তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী দীপান্বিতা সরকার (১৩)অন্যান্য দিনের মতো বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি আসার পথে বিদ্যালয়ের সামনে চানাচুর কিনতে যায়। ঠিক তখনই বিদ্যালয়ের সামনে থাকা বড় একটি বটগাছের ডালা দীপান্বিতা সরকারের পিঠে পএবং ঘাড়ে পড়ে। এতে দীপান্বিতা ডালের চাপা পড়ে যায়।ঠিক তখনই ঘটনা প্রত্যক্ষ করে পার্শ্ববর্তী দোকানিরা তড়িঘড়ি ছুটে এসে দীপান্বিতাকে গাছের ডালের তলা থেকে উদ্ধার করে খবর দেয় বিদ্যালয়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে আসেন। ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয় এর তরফ থেকে খবর পাঠানো হয় ছাত্রীর বাড়িতে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায় দীপান্বিতা সরকারের পরিবারের লোকজন।