সঙ্গে ছিলাম এমন কারও বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া আসলেই কঠিন। কারণ কাছের মানুষেরা চান না কেউ আলাদা হোক।’ তিনি আরও লিখেছেন, ‘কারও সঙ্গে না থাকার সিদ্ধান্ত খুবই কষ্টের এবং কষ্ট দেয়। এতটা সহজও নয়। সহজ না হলেও যা হওয়ার তা তো হয়েছেই। যাদের কাছে এটি সত্যিই গুরুত্বপূর্ণ তাদের উদ্দেশ্যে বলছি, আমি ভালো আছি এবং আমার ঘনিষ্ঠজনরাও এটিকে সেভাবেই নেবেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’
‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন কৃতি। ২০১৬ সালে সাহিল সেহগালকে বিয়ে করেন কৃতি কুলহারি। ‘বাসমতি ব্লুস’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে সাহিলের রুপালি জগতে অভিষেক হয়। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি মুখ খুলতেন না কৃতি। তবে বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে নানা রকম রোমান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছিলেন তিনি। এদিকে গত আগস্টে এক সাক্ষাৎকারে কৃতি কুলহারি বলেন, ‘বিয়ে আমার অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো প্রভাব ফেলেছে।
আমার স্বামী সিনেমার বিষয়টি বেশ ভালো বোঝে। আমরা একসঙ্গে সিনেমা দেখি এবং সেটি নিয়ে আলোচনা করি। বিয়ের আগের চেয়ে এখন ব্যক্তি ও অভিনয়শিল্পী হিসেবে আরো সমৃদ্ধ হয়েছি। বুঝতে শিখেছি। সে আমাকে সব বিষয়ে সহযোগিতা করে এবং আজকের অবস্থানে পৌঁছানোর জন্য সব রকম সাহায্য করেছে। এমনকি আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাকে অনেক সাহায্য করেন যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’