মেট্রো সিটি ফায়ার অথোরিটি ডিসপাচ জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় এবিসি ৭ নিউজ চ্যানেল জানায়, পুলিশ কেবল ঘটনাস্থলে পাওয়া হতাহতের সংখ্যার কথা জানায়। কিন্তু এ গুলির ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা হেফাজতে রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা হয়নি।