শিশুটির বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাড়িতে অন্য কোনো লোক আছে কিনা? তিনি না বললে তারা তল্লাশি শুরু করে। এ সময় শিশুটি বাবার দিকে দৌড়ে আসলে সরাসরি গুলি করা হয়। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা বলছে, সামরিক অভ্যুত্থান বিরোধী চলমান দমন-নিপীড়নের মিয়ানমারে ৫৩৬ জন নিহত হয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূর আসন্ন দিনগুলোর কঠোর ব্যবস্থা আরও রক্ত ঝরাতে পারে বলে সতর্ক করেছে।
মিয়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। এর পর থেকে দেশটিতে চলছে বিক্ষোভ। এ দিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে।