অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। কন্টেইনারবাহী অতিকায় জাহাজ ‘এভার গিভেন’ অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর ফের সচল হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুট সুয়েজ খাল।
সোমবার মিসরের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় পুরোপুরি পানিতে ভাসানো সম্ভব হয় জাহাজটিকে। এরপর সন্ধ্যা ৭টায় সুয়েজ খালে উভয় দিক থেকে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা জানান কর্তৃপক্ষ।
এর আগে তারা জানিয়েছিল, ‘এভার গিভেন’র কারণে সৃষ্ট সাড়ে ৩০০ জাহাজের জট খুলতে তিন দিনের বেশি সময় লাগবে।
মিসরের স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, টাগবোট পরিবেষ্টিত জাহাজটি ধীরে ধীরে এগোচ্ছিল। ঘণ্টায় দেড় নটিক্যাল মাইল বেগে ‘এভার গিভেন’ চলছিল বলে জানায় এক্সট্রা নিউজ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সুয়েজ খালে ঢোকার পর ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায় এবং সংকীর্ণ খালে আড়াআড়ি আটক পড়ে।
এতে সুয়েজ খালকে কেন্দ্র করে সাড়ে ৩০০ জাহাজের জট সৃষ্টি হয়। যে পরিমাণ পণ্য এখন সুয়েজের দুই পাড়ে আটকে আছে, তার পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি হবে বলে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়।
ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করা ১৯৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পারাপার হয়। এ খালটির কারণেই এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ উন্মুক্ত হয়েছে।
জানা গেছে, ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত এভার গিভেন ২ লাখ ২০ হাজার টন কনটেইনার ধারণ করতে পারে। চীন থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে পানামায় নিবন্ধিত জাহাজটি নেদারল্যান্ডসে যাচ্ছিল।