রবিবার দুলপূর্নিমা মধ্য দিয়েই হোলি উৎসবের সূচনা হয়। হোলি উৎসব এখন আর কোন নির্দিষ্ট ধর্ম-বর্ণ-জাতির মধ্যে আবদ্ধ নেই। অনাবিল আনন্দে মেতে উঠেন গোটা দেশের সব ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতির মানুষজন।সেই আনন্দ-উল্লাসে পিছিয়ে নেই আমাদের রাজ্যের জাতি উপজাতি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল অংশের মানুষজনও। যদিও করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এবছর হোলি উৎসবে আনন্দ-উল্লাসের মাত্রা অন্যান্য বছরের তুলনায় খানিকটা কম।
কিন্তু উৎসব প্রিয় মানুষ করোণা ভাইরাসের সংক্রমন আতঙ্ককে দু পায়ে পিছে ঠেলে আনন্দ উল্লাসে মেতেছেন। রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্রই উৎসবের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। অলিগলি পাড়ায় পাড়ায় হোলির আনন্দে মাতোয়ারা আবাল-বৃদ্ধ- বনিতাদের কণ্ঠে শোনা গেছে -রং দেবোনা খেলবো হোলি তাই কখনো হয়।এবছর হোলি উৎসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে সে জন্য প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।