অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা। রবিবার রাতে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ম্যাচে এমন কীর্তি গড়েন পেরেরা।
মেজর ক্লাব টুর্নামেন্টে শ্রীলঙ্কান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন পেরেরা। সঙ্গে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। ১৩ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেলার পথে পার্ট-টাইম স্পিনার দিলহান কুরের ওভারে ছয়টি ছক্কা মারেন পেরেরা।
আলোকস্বল্পতায় দেরিতে খেলা শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। প্রথম ইনিংসের ২০ বল বাকি থাকতে ৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে নামেন থিসারা। অনিয়মিত অফ স্পিনার ও অভিজ্ঞ প্রথম শ্রেণির ক্রিকেটার দিলহান কুরের ওপর এই তাণ্ডব চালান তিনি। ৪ ওভারে ৭৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কুরে।
৩১৮ রান তাড়ায় ব্লুমফিল্ড ৭৩ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। আর্মি স্পোর্টসের সহজ জয়ের সম্ভাবনার ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় আলোকস্বল্পতায়। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পেরেরা।
প্রথম এ কীর্তি গড়েছিলেন স্যার গারফিল্ড সোবার্স। ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি।
পেরেরার আগে সর্বশেষ ৪ মার্চ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছয় বলে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।