অপর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় হোলী উৎসবের আনন্দ উল্লাস ম্লান হয়ে যায়। সংবাদ সূত্রে জানা যায় সোমবার সকালে দুটি বাইক দ্রুতবেগে যাচ্ছিল। শান্তিরবাজার এর রাজাপুর এলাকায় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে উভয় বাইকের চালক বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়।দুর্ঘটনার পরপরই বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
আশঙ্কাজনক অবস্থায় আহত দুই বাইক চালককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনায় নিহত এবং আহত যুবকের নাম জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। যুবকের মৃত্যু এবং অপর এক যুবক গুরুতর ভাবে আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই রাজাপুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে গভীর শোকের ছায়া নেমে আসে।