ঘটনার সূত্রপাত ভারতীয় মজদুর সংঘের কমিটি গঠনকে কেন্দ্র করে। জানা গেছে গতকাল ভারতীয় মজদুর সংঘের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করার ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করে বহিরাগতদের স্থান করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতানৈক্য চরম আকার ধারণ করে। সোমবার হোলি উৎসবের সকালবেলা বিএমএসএর রাজ্যূ প্রভারী সুমেশ বিশ্বাস বিএমএসএফ’র কয়েকজন বিক্ষুব্ধ কর্মকর্তাকে একটি হোটেলে এসে দেখা করার জন্য ফোন করেন। রাজ্য প্রভারীর ফোন পেয়ে বিএমএস এর কর্মকর্তা রূপক ভৌমিক সহ কয়েকজন উডল্যান্ড হোটেলে রাজ্য প্রভারীর সঙ্গে দেখা করতে আসেন। হোটেলে তাঁদের মধ্যে গতকালের কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়।
তখনই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় চার জন গুরুতর ভাবে আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলো গৌতম চন্দ্র দেব, সুমন সাহা, রুপক ভৌমিক এবং রণজিত বিশ্বাস।জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বিস্তারিত বিবরণ জানান সংগঠনের নেতা রূপক ভৌমিক।
অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হল ভারতীয় মজদুর সংঘের রাজ্য প্রভারী সুমেশ বিশ্বাস, শংকর দেব, অসীম দত্ত, সুমন শীল ও চন্দন পাল। আক্রান্তদের অভিযোগ পুলিশ প্রথমে এ ব্যাপারে মামলা গ্রহণ করতে অস্বীকার করে।