বিশালগড়ে নেশা সামগ্রী উদ্ধার, সাংবাদিকসহ গ্রেফতার ছয়জন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ মার্চ।। রবিবার রাতে বিশালগড়স্থিত নিচের বাজারে কংগ্রেস ভবন থেকে রাতে নেশা সামগ্রীসহ আটক করা হয়েছে ৬ জনকে। আটক হওয়া ৬ জনের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন তার নাম প্রসেনজিৎ রায় ওরফে ব্রাত্য। কিন্তু জেল থেকে অন্তর্বর্তী জামিনে বের হওয়ার পর রবিবার রাতে নেশা সামগ্রীসহ পুলিশের জালে প্রসেনজিৎ রায়। সাথে আটক করা হয়েছে তার ৫ জনকে। সহযোগিকে নাসির আহমেদ ওরফে চোরা নসূকেও।

জানাযায় সিপাহীজলা জেলার সবকটি থানা সহ চুড়াইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত একাধিক থানায় এনডিপিএস সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলা রয়েছে নসুর বিরুদ্ধে। এছাড়াও এদিন গ্রেফতার করা হয় গৌরাঙ্গ ঘোষ, জিন্নাল হোসেন, প্রবির রায় এবং অজয় সাহাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পরিত্যক্ত কংগ্রেস ভবনে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে কফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, সাতটি মোবাইল হ্যান্ডসেট, দুটি বাইক সহ নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। তবে বিশালগড়ের প্রাণকেন্দ্র বিশালগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খোদ প্রকাশ্য বাজারে কিভাবে এই নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনমনে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?