প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক কি বললেন জেনে নিন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মার্চ।। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ৭৫ তম পর্ব সম্প্রচারিত হয়। একই সঙ্গে দেশ ৭৫ তম স্বাধীনতার অমৃত মহোৎসবের মধ্যে রয়েছে। মহাত্মাগান্ধীর ডান্ডি অভিযান থেকে শুরু করে ২০২৩ এর ১৫ আগস্ট পর্যন্ত অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে।

এই বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। নতুন নতুন বিষয় তুলে ধরে আত্ম নির্ভর হওয়ার দিকেও জোর দেন প্রধানমন্ত্রী। তারই একটা হল মধু চাষ। পশ্চিমবঙ্গের সুন্দরবন, জলপাইগুড়ি থেকে শুরু করে গুজরাটের পুনেতে যারা মধু চাষ করেছেন তাদের কথা তুলে ধরেন তিনি।

মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রানের অধিকারি মিতালী রাজের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই দৃষ্টান্ত মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে একথা জানান বিজেপি-র সহ- সভানেত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক।

অটো মোবাইলের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে নতুন প্রানের স্পন্দন ঘটানোয় এক বাসের সহ চালকের কথা তুলে ধরে অনুপ্রেরণা যোগান প্রধানমন্ত্রী। বাঙালিদের রং খেলা , ১লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। কোভীড পরিস্থিতি শেষ হয়ে যায়নি।

টিকার পাশাপাশি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। নতুন সৃষ্টিকে অনুপ্রানিত করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?