মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর, দেখে নিন বিজয়ীদের তালিকা

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন প্রয়াত ইরফান খান। তাঁকেই আজীবন সম্মাননা দিয়েছে ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিন। মঞ্চে পুরস্কার গ্রহণ করেন তাঁর ছেলে বাবিল।

‘গুলাবো সিতাবো’র জন্য সমালোচকদের চোখে সেরা অভিনেতা অমিতাভ বচ্চন, ‘থাপ্পড়’ ছবির জন্য তাপসী পান্নু সেরা অভিনেত্রী, ‘স্যার’ ছবির সুবাদে সমালোচকদের চোখে সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির জন্য সাইফ আলি খান সেরা পার্শ্ব অভিনেতা এবং ওম রাউত সেরা পরিচালক, ‘জাওয়ানি জানেমান’ ছবির সুবাদে সেরা নবাগতা অভিনেত্রী হয়েছেন আলায়া এফ। রবিবার মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসে। দেখে নিন বিজয়ী তালিকা—

৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: থাপ্পড়
সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা চলচ্চিত্র (সমালোচক): ইব আলে ও! (প্রতীক বৎস)

সেরা অভিনেতা: ইরফান (অ্যাংরেজি মিডিয়াম)
সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়)
সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যার)

সেরা পার্শ্ব অভিনেতা: সাইফ আলি খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ফররুখ জাফর (গুলাবো সিতাবো)
সেরা গল্প: থাপ্পড় (অনুভব সুশিলা সিনহা, ম্রুনময়ী লাগু ওয়াইকুল)

সেরা চিত্রনাট্য: স্যার (রোহেনা গেরা)
সেরা সংলাপ: গুলাবো সিতাবো (জুহি চতুর্বেদি)
সেরা নতুন পরিচালক: রাজেশ কৃষ্ণান (লুটকেস)
সেরা নবাগতা: আলায়া এফ (জাওয়ানি জানেমান)
সেরা মিউজিক অ্যালবাম: লুডো (প্রীতম চক্রবর্তী)
সেরা গীতিকার: গুলজার (ছাপ্পাক)
সেরা গায়ক: রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, ছবি: থাপ্পড়)

সেরা গায়িকা: অসীস কৌর (মালাং)
সেরা মারপিট: তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র (রমাজান বুলুত, আরপি যাদব)
সেরা আবহসংগীত: থাপ্পড় (মঙ্গেশ উর্মিলা ধাকড়ে)
সেরা চিত্রগ্রহণ: গুলাবো সিতাবো (অভিক মুখোপাধ্যায়)

সেরা নৃত্য পরিচালনা: ফারাহ খান (দিল বেচারা)
সেরা পোশাক পরিকল্পনা: বীরা কাপুর এই (গুলাবো সিতাবো)
সেরা সম্পাদনা: ইয়াশা পুষ্প রামচান্দানি (থাপ্পড়)
সেরা শিল্প নির্দেশনা: মানসি ধ্রুব মেহতা (গুলাবো সিতাবো)

সেরা শব্দসজ্জা: কামোদ খারাদে (থাপ্পড়)
সেরা ভিএফএক্স: তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র (প্রসাদ সুতার)
আজীবন সম্মাননা: ইরফান

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?