স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মার্চ।। হোলি উৎসব উপলক্ষ্যে ২৮ ও ২৯ মার্চ পশ্চিম জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ ও ২৯ মার্চ সকাল ১০ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত যেকোন মোটর সাইকেলে দুই জন এক সাথে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তবে স্বাস্থ্য কর্মী, আরক্ষা কর্মী সহ জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। পাশাপাশি জনবহুল এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষির ব্যবস্থা করা হয়েছে।
রবিবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এমনটা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস। তিনি আরও জানান হোলি উৎসবের আনন্দ করতে গিয়ে অন্যদের যেন সমস্যা না হয় সেই দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।