অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। বিশ্বকাপ বাছাই পর্বে অনায়াস জয় পেয়েছে ফ্রান্স। বর্তমান বিশ্ব জয়ীরা ২-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। এটি ফরাসিদের প্রথম জয়।
উদ্বোধনী ম্যাচে তাদের ১-১ গোলে রুখে দিয়েছিল ইউক্রেন। ফরাসিদের হয়ে একটি গোল করেন উসমান ডেম্বেলে। ম্যাচের বাকি গোলটি আসে সার্গেই মালির কল্যাণে।
ম্যাচ জিতলেও খারাপ খবর আছে ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য। চোট নিয়ে মাঠ ছেড়েছেন তারকা ফরওয়ার্ড অ্যান্থনি মার্শাল।
তার বদলে মাঠে নামেন কাইলিয়ান এমবাপ্পে। জয়ের দেখা পেয়েছে জার্মানিও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে রোমানিয়াকে।
জার্মানিকে জয়সূচক গোলটি উপহার দেন সার্জ গনাব্রি। তার গোলে সহায়তা করেন চেলসি মিডফিল্ডার কাই হাভার্টজ। বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ‘জে’তে এটি জার্মানদের টানা দ্বিতীয় জয়।