স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মার্চ।। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি হলো দোলযাত্রা উৎসব। রবিবার সেই দোলযাত্রা উৎসব। আগের ঐতিহ্যকে ধরে রেখেছেন অনেকেই।
এদিন শ্রীমা আনন্দময়ী সংঘের আগরতলা কার্যালয়ে মহা সাড়ম্বরে দোল যাত্রা উৎসব প্রতিপালন করা হয়। গত বছর করোনার কারনে জাঁকজমক ভাবে এই উৎসব করা যায়নি।
তবে এই বছর নিয়ম মেনে একটু বড় আকারে উৎসব পালন করা হচ্ছে। মানুষের মধ্যে যাতে ভালবাসা, প্রেম প্রীতি জাগ্রত হয় তার কামনা করেন পুরোহিত। শৈব, সাক্ত ও বৈষ্ণব মতে এই পুজো অনুষ্ঠিত হয়।
দোল যাত্রার পৌরানিক ইতিহাস তুলে ধরেন তিনি। অশূভ শক্তির নিধন ও শুভ শক্তির সূচনা ঘটুক তারই প্রার্থনা করা হয় পুজোর মাধ্যমে।