এই সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপি কতৃক আয়োজিত আজকের এই সমাবেশে স্বাগত ভাষন দেন ৩৬ শান্তিরবাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ। এই সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, ২২ নং ও ২৬ নং কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী পদ্ম লোচন ত্রিপুরা, সঞ্জীব রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।
আজকের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত দিনে বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন তার পাশাপাশি এডিসি এলাকা উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহন করেছে তা জনস্মুখে তুলেধরেন। সমাবেশের মধ্যদিয়ে বক্তারা আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহ্বান জানান। আজকের এই সমাবেশে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।