অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বল বিকৃতির বিস্ফোরক অভিযোগ আনলেন তার স্বদেশি মোহাম্মদ আসিফ।
সাবেক এই ফাস্ট বোলারের দাবি, এ কারণেই নাকি কোচ হিসেবে একজন বোলারকেও কীভাবে যথাযথ রিভার্স সুইং করতে হয় তা শেখাতে পারেননি ওয়াকার।
আসিফ এমনও দাবি করেন, নতুন বলে কীভাবে বল করতে হয়, ক্যারিয়ারের বেশির ভাগ সময়ে সেটা নাকি জানতেন নাই ওয়াকার।
৮৭ টেস্টে ৩৭৩ উইকেট নেওয়া ওয়াকার ইউনিস নিজের সময়ে ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। বিষাক্ত রিভার্স সুইংয়ে তারকা ব্যাটসম্যানদের নাজেহাল করেছেন তিনি।
ইউনিসকে নিয়ে এআরওয়াই নিউজে কথা বলার সময় আসিফ বলেন, ‘রিভার্স সুইং করার জন্য ও (ইউনিস) বল নিয়ে প্রতারণা করত।
ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে ও জানতই না কীভাবে নতুন বলে বল করতে হয়। ক্যারিয়ারের সায়াহ্নে ও শিখেছিল কীভাবে নতুন বল ব্যবহার করতে হয়। ’
আসিফ আরো বলেন, ‘আপনারা ওকে রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে চেনেন। ও যদি মাস্টার হয়, তবে একজন বোলারকেও কেন শেখাতে পারেনি কীভাবে যথাযথ রিভার্স সুইং করতে হয়? এই ধরনের ক্রিকেটাররা গত ২০ বছর ধরে কোচিং করাচ্ছে। তবে একজনও সেরা মানের বোলার তুলে আনতে পারেনি। ’
আসিফের দাবি, ‘৮-১০ জন বোলারকে এক জোট করে যাকে খুশি খেলায়। ২-৩ ম্যাচ পরে বাদ দিয়ে দেয়। আমাদের হাতে বোলারের সংখ্যা কম নেই। তবে ভালো মানের বোলার নেই। ’