তখন পর্তুগিজ তারকা মাদ্রিদের ক্লাবটিতে ফিরতে চান বলে আলোচনা হয়। জুভেন্তাসের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর সেই আলোচনা এখন ফুটবলের আড্ডার অন্যতম বিষয়। জুভেন্তাস আর্থিক সংকটের কারণে রোনালদোকে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলেও খবর। এ অবস্থায় যে ক্লাবের হয়ে ৪ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন, সেখানেই রোনালদো ফিরতে চাইবেন বলে মনে করেন অনেকে।
ফুটবল এজেন্ট জর্জ মেন্ডেস কদিন আগে রোলদোকে রিয়াল মাদ্রিদে ফেরার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দেন। তবে রোনালদোর যে বেতন, তাতে জুভেন্তাস থেকে তার চলে যাওয়াটাও সহজ নয় এবং রিয়াল মাদ্রিদের অবস্থানও স্পষ্ট নয়। রিয়াল আর্থিক বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করছে। লস ব্লাংকোসরা প্রতি ইউরো খরচ করছে হিসেব করে। তারা তরুণদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াটা প্রাধান্য দিচ্ছে। আরলিং হরল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকার দিকে নজর তাদের।