ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সময়ের আগেই তার আঙুলের চোট সেরে গেছে। আপাতত মুম্বাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। ইনসাইড স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন গতকাল বলেন, ‘জাদেজা কবে দলে যোগ দেবেন, সে বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই।
সিএসকেতে যোগ দেওয়ার আগে এনসিএ থেকে ছাড়পত্র আদায় করতে হবে ওকে।’ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জাদেজা। তার অস্ত্রোপচার করা হয়, যা তাকে ছিটকে দেয় ইংল্যান্ড সিরিজ থেকে। আইপিএলেও তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আইপিএল শুরুর আগে চলতি মাস থেকেই চেন্নাইয়ে শিবির বসেছে সিএসকের। ধোনি, আম্বাতি রাইডু, সুরেশ রায়নারা সবাই অনুশীলনে যোগ দিয়েছেন। কোচ স্টিফেন ফ্লেমিংসহ বেশ কিছু সিএসকে ক্রিকেটার আবার মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে কোয়ারেন্টাইন পর্ব সারছেন। কিছু ক্রিকেটার আবার জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সিরিজে খেলতে ব্যস্ত। সিএসকে দলে এবারও অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ভিড়।