অনলাইন ডেস্ক, ২৭ মার্চ।।বেশ কয়েক মাস ধরেই বর্ণবৈষম্যমূলক কটূক্তির অভিযোগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সাধারণ মানুষ তো বটেই, বিশ্বের বড় বড় তারকাও এসব প্ল্যাটফর্মে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই এবার সামাজিক যোগাযোগ ছাড়লেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি অঁরি।
৪৩ বছর বয়সী অঁরির টুইটারে ফলোয়ার সংখ্যা ২.৩ মিলিয়ন। শুক্রবার রাতে সেখানেই নিজের বক্তব্য জানিয়ে সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ছাড়েন আর্সেনাল কিংবদন্তি। নিজের শেষ পোস্টে অঁরি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাকাউন্ট খোলা খুব সহজ। খুব সহজ মানুষকে অপমান করা যায় এখানে।
তারপর আত্মগোপনেও থেকে যাওয়া যায়। যত দিন না এটার বদল হচ্ছে, আমি আমার সব অ্যাকাউন্ট ত্যাগ করলাম। আশা করি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।’ নিজের পোস্টে অঁরি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের কর্তাদেরও একহাত নিয়েছেন। এই ধরনের পোস্টের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না কর্তৃপক্ষ, বলছেন অঁরি।