অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। ইন্দোনেশিয়ার ম্যাকাসর শহরের একটি চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সন্দেহ করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টারের প্রথম দিনে ক্যাথলিক চার্চের বাইরের এ বিস্ফোরণে একজন নিহত ও কমপক্ষে নয় ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে হামলার কারণ জানা যায়নি।
রবিবার চার্চের ভেতর যখন গণপ্রার্থনা চলছিল তখন এ হামলা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানান পুলিশের মুখপাত্র ই জুলপান।
সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। চার্চটি সুলাওসি দ্বীপে অবস্থিত।
জুলপান আরও জানান, বিস্ফোরণে নিহত হয়েছেন আত্মঘাতী হামলাকারীই। তবে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ওই আক্রমণকারীর কিনা তিনি নিশ্চিত নন। বর্তমানে তদন্ত চলছে।
ওই সময় চার্চে প্রার্থনার নেতৃত্বে ছিলেন ফাদার উইলহেমস তুলাক।
তিনি দেশটির সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন বোমা হামলাকারী মোটরসাইকেল নিয়ে চার্চে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেয়। এরপরই বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া কেউ মারা যায়নি।