অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় মিয়ানমারের নিন্দা জানিয়েছেন ১২টি দেশের সামরিক বাহিনীর প্রধানরা।
নিন্দা জানানোর এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। খবর এএফপি’র।
শনিবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৯০ জনকে হত্যা করে। এরপর ১২টি দেশের সামরিক বাহিনীর প্রধানদের বিরল এই যুক্ত বিবৃতিটি আসে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর শনিবার ছিল মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১৪ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় আলজাজিরা।
সশস্ত্র বাহিনী দিবসের দিন বড় ধরনের সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এই ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার সামরিক বাহিনী তাদের কর্মকাণ্ডে আন্তর্জাতিক মান অনুসরণ করে এবং তাদের সুরক্ষার জন্য দায়বদ্ধ, ক্ষতি করতে নয়। ’
‘আমরা মিয়ানমার সশস্ত্র বাহিনীকে সহিংসতা বন্ধ এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে হারানো সম্মান ও আস্থা পুনরুদ্ধারে মিয়ানমারের জনগণের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি’ যোগ করা হয় বিবৃতিতে।
এতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড।