অনলাইন ডেস্ক, ২৭ মার্চ।। বিশ্বকাপ বাছাইয়ে চেক রিপাবলিকের বিপক্ষে সাত খেলোয়াড়কে পাচ্ছে না বেলজিয়াম। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে দুইটায় প্রাগে স্বাগতিকদের মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।জার্মানিতে বসবাসকারীদের চেক রিপাবলিকে ভ্রমণে কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণে সেখানে যাচ্ছেন না বুন্দেসলিগায় খেলা পাঁচ জন। এছাড়া চোটে পড়েছেন ইয়ানিক কারাসকো ও টমাস ভারমালেন।
পায়ের চোটে ভুগছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কারাসকো। আর গত বুধবার ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে হালকা চোট পান ভারমালেন। বুন্দেসলিগায় খেলা পাঁচ জন হলেন-হের্টা বার্লিনের দেদ্রিক বোইয়াতা, ভলফসবুর্গের কুন কাসতিলস, স্টুটগার্টের ওরেল মানগালা, বরুশিয়া ডর্টমুন্ডের তমা মুনিয়ে ও তোরগ্যান আজার। আগামী বুধবার বেলারুশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তারা সবাই বেলজিয়ামে থাকবেন।