‘আতঙ্ক’ ছড়াচ্ছেন সানি লিওন!

অনলাইন ডেস্ক, ২৭ মার্চ।।সানির নতুন ছবি ‘শেরো’র টিজার দেখে রীতিমতো আঁতকে উঠছেন দর্শকেরা। থ্রিলার ধরনের এই ছবিতে সানি দেখাবেন তার ভয়ংকর রূপ৷ ছবির টিজারেই দেখা গেছে ক্ষতবিক্ষত সানির সুন্দর মুখশ্রী৷ নাক দিয়ে গড়াচ্ছে রক্ত! শুধু তাই নয়, সানিকে উল্টোভাবে ঝুলতেও দেখা গেছে ওই টিজারে। ছবিটি তৈরি হয়েছে দক্ষিণী মালায়ালাম ভাষায়৷

তবে হিন্দিতেও ছবিটি মুক্তি পাবে। বলিউডে সানির ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জিসম’ ছবি থেকে৷ তারপর রাগিনি এমএমএস৷ এই ছবিও ছিল ভূতের ৷ ওই ছবিতে সানির অভিনয় প্রশংসা পেয়েছিল ৷ এরপর কখনো কমেডি, কখনো ড্রামাতে অভিনয় করেছেন তিনি। সব ছবিতেই সানি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

‘শেরো’ ছবির টিজার মুক্তি পেতেই ইতিমধ্যেই ৪ লাখ ভিউ হয়েছে৷ শেয়ারও হয়েছে অনেকবার। সানি জানান, ছবিটিতে অভিনয়ের প্রস্তাব আসতে তিনি বেশ বিস্মিত হয়েছিলেন। তিনি জানান, ছবির স্ক্রিপ্ট তাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। এ কারণে অন্য একটি ছবির কাজ বাদ দিয়ে তিনি ‘শেরো’ ছবিটি হাতে নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?