তবে প্রতিবাদকারীরাও সশস্ত্র দিবসে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। সামরিক প্যারেড চলাকালে তারা বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। শুক্রবার দেশটিতে চলমান বিক্ষোভের সামরিক জান্তার গুলিতে আরও নয় ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। এর পর থেকে দেশটিতে চলছে বিক্ষোভ। এ পর্যন্ত সহিংসতায় তিন শতাধিক প্রতিবাদকারী নিহত হয়েছে। এ দিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে।