মাদুরো গত জানুয়ারিতে ‘কারভাটিভির’ নামের একটি মুখে খাওয়ার পথ্যকে করোনার ওষুধ বলে দাবি করেন। এটিকে তিনি এই শতাব্দীর ‘মিরাকল’ বলেও মন্তব্য করেন।ফেইসবুক জানিয়েছে, বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ ছাড়া এ ধরনের দাবি করায় ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করছি।
সংস্থাটি বারবার বলছে, কভিড-১৯ রোগের এখনো শতভাগ প্রমাণিত কোনো ওষুধ পাওয়া যায়নি।’ ‘বারবার আমাদের নীতিমালা ভঙ্গ করায় মাদুরোর পেজ ৩০ দিনের জন্য বন্ধ করা হয়েছে।’ ফেইসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, নীতিমালা ভাঙার বিষয়টি পেজের অ্যাডমিনদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল।
মাদুরো এর আগে বিভিন্ন সময়ে বলেছেন, তিনি এবং তার সহযোগীদের প্রতি ফেইসবুক বৈষম্যমূলক আচরণ করছে।
ফেইসবুকের পাশাপাশি তিনি নিয়মিত টুইটারও ব্যবহার করেন। আছে ইনস্টাগ্রামও।