করোনা: ব্রাজিলে রেকর্ড ৩৬৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ২৭ মার্চ।। ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার ৩ হাজার ৬৫০ জন মারা গেছে। এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে ভাইরাসজনিত এ মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।
গত দুসপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা যায় তিন হাজার লোক। ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক। এ ছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে। ব্রাজিলের বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?