আদালতে হাজির হতে হবে বানশালি-আলিয়াকে

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। মুক্তির অপেক্ষায় আছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াদি’ সিনেমাটি। ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এই প্রথম বানশালির সিনেমায় অভিনয় করলেন তিনি। ইতিমধ্যে ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। নেট দুনিয়ায় ট্রেইলারটি প্রশংসিত হয়।

সবাই আলিয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তবে ট্রেইলার প্রকাশের আগে গত বছর ডিসেম্বরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াদির দত্তক পুত্র বাবুজি রাওজি শাহ। করেন মানহানি মামলা। তার দায়ের করা মানহানির মামলার ভিত্তিতেই এবার আদালতের তরফে সমন পাঠানো হল সঞ্জয় লীলা বানশালি ও আলিয়া ভাটকে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ মের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে পরিচালক-অভিনেত্রী জুটিকে। জনপ্রিয় লেখক হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

এই উপন্যাসের যে অংশে গাঙ্গুবাইয়ের কথা লেখা আছে তা অত্যন্ত অবমাননাকর এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে—এমনই দাবি বাবুজির। এই কারণেই বানশালি, হুসেন জাইদি ও আলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি।মুম্বাইয়ের কুখ্যাত রেডলাইট এলাকা ‘কামাথিপুরার ম্যাডামজি’ ছিলেন গাঙ্গুবাই। একজন সাধারণ কিশোরীর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত কী হবে তা দেখা যাবে এই ছবিতে। গাঙ্গুবাই কীভাবে একটি গণিকালয়ের মালকিন হয়ে ওঠেন সেই যাত্রাই এই সিনেমার প্রতিটি মুহূর্তে ফুটে উঠবে।

আলিয়া ছাড়াও এই সিনেমায় রয়েছেন অজয় দেবগণ। তিনি কুখ্যাত ডন করিমা লালার ভূমিকায় অভিনয় করছেন। লেখক হুসেন জাইদির বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছেন গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র। অন্যদিকে কিছুদিন আগেই বানশালি করোনায় আক্রান্ত হন। সেই কারণেই একেবারে শেষ পর্যায়ের শুটিংয়ের কাজ আটকে ছিল। তবে এখন বানশালি কোভিড-১৯ নেগেটিভ। সবকিছু ঠিকঠাক চললে ৩০ জুলাই মুক্তি পাবে এই সিনেমা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?