মোট ছয়টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। আপাতত শুরু হয়েছে প্রস্তুতিও। এদিন টুইট বার্তায় হেসন বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সব বিদেশি ক্রিকেটারকে পাব না। আমাদের জন্য অত্যন্ত খুশির খবর অ্যাডাম জাম্পা বিয়ে করতে চলেছে। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা আশা করব তার সময় খুব ভাল কাটবে।’ কিন্তু প্রশ্ন হল পাত্রী কে? ২০১৭ সাল থেকেই হ্যাটি লেই পামারের সঙ্গে সম্পর্কে রয়েছেন জাম্পা।
যদিও তার পক্ষ থেকে এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। এদিকে এবি ডি’ভিলিয়ার্স, ম্যাক্সওয়েল-সহ একাধিক বিদেশি ক্রিকেটার এপ্রিলের প্রথমেই দলের সঙ্গে যোগ দেবে বলে জানিয়েছেন হেসন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে কয়েক দিনের বিরতির পরে দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় তথা আরসিবির অধিনায়ক বিরাট কোহলিও।