অনলাইন ডেস্ক, ২৪ মার্চ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। এরপরই রাজ্যে আসল পরিবর্তন ঘটবে। তিনি হিন্দি ভাষায় বওলেন, ও মাই দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।
বিধান সভা নির্বাচন শুরুর মাত্র দুদিন আগে কাঠির বিশাল জনসভায় এমন দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূর্ব মেদেনীপুরের সভায় তৃণমূলের বহিরাগত তত্ত্বের সমালোচনা করেন তিনি। বলেন, ভারতে কেউ বহিরাগত নন। সবাই এই ভূমির সন্তান। একই সাথে ‘খেলা হবে’ শ্লোগানের কটাক্ষ করে জানিয়ে বিজেপি সোনার বাংলা গড়ার কাজ করবে। অংশ নেবে না কোনো খেলাধূলাতে এমন মন্তব্যও করেন তিনি।
এসময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, সিন্ডিকেটের মত ইস্যুগুলো নিয়েও তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দেন জনকল্যাণেই ইশতেহারের প্রত্যেকটি কাজ করবে বিজেপি।পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ৮ দফায় বিধান সভা নির্বাচনের ভোটাভুটি। ফল প্রকাশিত হবে ২ মে।