স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মার্চ।। আজ বিধানসভার চতুর্থ দিনের দ্বিতীয়ার্ধে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা করেন ১৫ জন বিধায়ক৷ এরমধ্যে ট্রেজারী বেঞ্চের ৯ জন বিধায়ক প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে আলোচনা করেন৷
প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, বিরোধী পক্ষের বিধায়কদের বাজেটের ভালো দিকগুলোর প্রশংসা করার পাশাপাশি গঠনমূলক পদ্ধতিতে সমালোচনা করা উচিৎ৷ বিগত সরকারের আমলে কোন কিছুতেই রাজ্য স্বয়ম্ভরতা অর্জন করতে পারেনি৷
কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের মাধ্যমে রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে৷ তিনি আরও বলেন, কেবলমাত্র প্রোজেক্ট ঘোষণা বা টাকা দিলেই উন্নয়ন হবে না৷ রাজ্যের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে৷ সেই লক্ষ্যেই সরকার কাজ করছে৷ বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুুধাংশু দাস বলেন, বাজেট হচ্ছে উন্নয়নের দর্পন৷
মানুষের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গী এই বাজেটের মধ্যে পরিলক্ষিত হয়েছে৷ বিধায়ক শংকর রায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী একটি উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী বাজেট পেশ করেছেন৷
বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, বিগত ৩ বছরে সরকার কি কি কাজ করেছে এবং আগামীদিনে কি কি করবে তার সম্পর্ণ রূপরেখা রয়েছে এই বাজেটে৷ বিধায়ক নারায়ণ চৌধুরী বলেন, সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে মানুষের সহায়তা করা উচিৎ৷
এছাড়াও ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক শহীদ চৌধুরী, বিধায়ক সুুধন দাস, বিধায়ক ইসলামউদ্দিন ও বিধায়ক শ্যামল চক্রবর্তী৷