স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। রাজ্যের উন্নতির জন্যই সরকারকে ঋণ নিতে হয়েছে৷ আমাদের সরকার ঋণ নিয়েছে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে৷ আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২০-২১ অর্থবছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ আলোচনার পর অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়৷
উপমুখ্যমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর আনা বিরোধীদের ছাঁটাই প্রস্তাবে উন্নয়ন বিরোধী মনোভাবই প্রকাশ পায়৷
তিনি বলেন, কোভিড-১৯ অতিমারির মধ্যেও ত্রিপুরায় রাজস্ব সংগ্রহ বেড়েছে৷ উপমুখ্যমন্ত্রী বিরোধী দলের সদস্যগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও ঋণ নিয়েছিলেন৷
রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তাতে লুকানোর কিছু নেই৷ আপনারাও রাজ্যের উন্নয়নের পাশে থাকুন৷
অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব এনে আলোচনা করেন বিধায়ক ভানুলাল সাহা৷ আলোচনার পর ছাঁটাই প্রস্তাবগুলি ধনি ভোটে বাতিল হয়ে যায়৷
উল্লেখ্য, গত ১৯ মার্চ উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০২০-২১ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় পেশ করেছিলেন।