অনলাইন ডেস্ক, ২৪ মার্চ।।ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।বুধবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর: এএফপির।
তারা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর রাতে এ হামলা চালানো হয়।
ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে আজ রাতে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালায়।
এর আগে সামরিক বাহিনীর এক মুখপাত্র এএফপি’কে বলেন, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে।
এ রকেট হামলায় ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর এই প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।