স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। আজ বিধানসভার তৃতীয় দিনের দ্বিতীয়ার্ধে ২০২১-২২ অর্থবছরের জন্য পেশ করা বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়েছে৷
আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ আজ এই আলোচনায় পাঁচ জন বিধায়ক অংশগ্রহণ করেন৷
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা বলেন, এই বাজেট গরীব, মধ্যবিত্ত, কর্মচারী ও বেকার বিরোধী৷ রাজ্যে উচ্চবিত্ত ও গরীবদের মধ্যে ফারাক বেড়েছে গত তিন বছরে৷
তাছাড়া আলোচনায় অংশ নিয়ে ট্রেজারি বেঞ্চের বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, এই বাজেট এক কথায় অভূতপূর্ব৷ এবারের বাজেট হলো বিকাশের এক তথ্যচিত্র৷ রাজ্যকে আত্মনির্ভরতার দিকে নিয়ে যাওয়ার স্পষ্ট রূপরেখা রয়েছে এই বাজেটে৷
বিধায়ক কৃষ্ণধন দাস আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের কৃষি, শিক্ষা, সেচ, প্রাণীসম্পদ প্রভ’তির বিকাশের সুুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এই বাজেটে৷
তাছাড়াও এদিন প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক আশিস দাস ও বিধায়ক প্রভাত চৌধুরী৷