আগে সরকারের কাছে থাকা কালীন সময়ে যেখানে২০০ টাকা বিল আসত এখন বেসরকারী কোম্পানির লোকজনেরা বিল ধরিয়ে দিচ্ছে ২০০০ টাকা। এই ভাবে কারোর ৫০০০,১০০০০,২০০০০, এমনকি ৫০০০০ টাকার বিল আসছে। বেসরকারী কোম্পানির পরিষেবা সহ বিলের সমস্যা নিয়ে গন্ডাছড়া মহকুমাবাসীরা এর আগে বহুবার বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে কথা বলেছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত সোমবার ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর বিদ্যুৎ অফিসে ভাঙ্গচোর চালয়।