ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরেই পরশমনি জমাতিয়া এবং বিজয় জমাতিয়ার মধ্যে বিবাদ চলছিল । এর জের ধরে সোমবার পরশমনি জমাতিয়া দাঁড়ালো ছুড়ি দিয়ে বিজয় জমাতিয়ার পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আহত বিজয় জমাতিয়াকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে ।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিজয় জমাতিয়া। এ ঘটনার খবর শোনতে পেয়ে ঘটনাস্থল যান মহাকুমা পুলিশ আধিকারিক ধ্রব নাথ। সেখানে গিয়ে পরশমনি জমাটিয়কে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আনা হয় ।
উদ্ধার করা হয় সেই ছুড়িটিও। ছুরিকাহত করে এক ব্যক্তিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাগমারার খামারবাড়ি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।