ছত্তিশগড়ের বস্তার, সুকমার মতো এলাকা বরাবরই মাওবাদী অধ্যুষিত। সেখানে মাওবাদী দমন অভিযান সারা বছর ধরেই চলে। মঙ্গলবারও বস্তারের নারায়ণপুরে অবুঝমাড় জঙ্গলে কনভয় নিয়ে অভিযান চালাচ্ছিলেন পুলিশকর্মীরা। কনভয়টিতে ছিলেন মোট ২৪ জন। তাদের নিয়ে কনভয় এগোনোর পথে আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে।
ছত্তিশগড় পুলিশের ডিজি ডিএম অবস্তি জানান, ‘এখনও পর্যন্ত বিস্ফোরণে ৩ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। আমাদের আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়বে। যে জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল, সেখানে যোগাযোগের কোনও সুযোগ ছিল না। তাই খবর পেতে একটু দেরি হয়েছে।’ ঘটনার খবর পেয়ে বস্তারে গিয়েছেন পুলিশ সুপার, আইজি।