স্কুলজীবনে অক্ষয়পত্নির প্রেমে হাবুডুবু খেতেন করণ

অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর ও সাবেক অভিনেত্রী টুইঙ্কেল খান্নার বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে যা, আজও রয়েছে অটুট।

এদিকে, করণ ৪৮ বছর বয়স পার করলেও এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি। তবে সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে দুই যমজ সন্তান যশ ও রুহির বাবা হয়েছেন তিনি। কিন্তু সত্যি কি কোনওদিন কারও প্রেমে পরেননি করণ? এমন প্রশ্নের মুখে বহুবার পড়তে হয়েছে তাকে। আর এই প্রশ্নটির উত্তর হলো হ্যাঁ। অক্ষয় কুমারের স্ত্রী ও ঘণিষ্ঠ বন্ধু টুইঙ্কেলের প্রেমেই পড়েছিলেন করণ জোহর। আর সে কথা নিজেই স্বীকার করেছিলেন টুইঙ্কেল।

২০১৫ সালে টুইঙ্কেলের প্রথম বই ‘মিসেস ফানি বোনস’ মুক্তি পেয়েছিলো, সেই সময় স্মৃতিচারণ করতে দেখা যায় করণ এবং টুইঙ্কেলকে। অভিনেত্রী দাবি করেন, স্কুলজীবনে তার ওপর ক্রাশ ছিলো করণের। এমনকি তার কাছে ভালোবাসার আত্মপ্রকাশ করেছিলেন করণ।

করণও অবশ্য স্বীকার করেছেন, টুইঙ্কেলই একমাত্র নারী যার প্রতি তার ভালোবাসা ছিলো। বইপ্রকাশ অনুষ্ঠানে টুইঙ্কেল বলেছিলেন, “করণ জানিয়েছিল, তার আমার প্রতি ভালোবাসা রয়েছে। তখন আমার হালকা হালকা গোঁফ ছিলো। করণ সেগুলোকে দেখে বলত, ‘এটা হট, তোর গোঁফ আমার পছন্দ।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?