পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করা এবং সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে ইস্টার উদ্‌যাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি। আঞ্চলিক নেতাদের সঙ্গে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ কথা জানান।

খবর এএফপি’র। সাংস্কৃতিক, অবকাশ এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মেরকেল ও জার্মানির ১৬টি রাজ্যের প্রধান ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন। এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে।

আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে। ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইতোমধ্যে লকডাউনে ফিরতে বাধ্য হয়েছে ফ্রান্স ও পোল্যান্ড। অবশ্য পরিস্থিতির বড় ধরনের অবনতির আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় তিন হাজার কম। একই সময়ে মারা গেছে প্রায় দেড়শ’ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?