ঘটনা সোমবার উদয়পুর মহকুমাধীন খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দীর্ঘ এক ঘন্টা পর ডি ডব্লিউ এস দপ্তরের এস ডি ও রাজেন্দ্র ত্রিপুরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে নারাজ এস ডি ও সাহেব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার থেকে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে পানীয় জল নেই।
এ ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সহ ডি ডব্লিউ এস দপ্তরকে জানিয়েও লাভের লাভ কিছু হয় নি। যার ফলে সোমবার পাম্প অপারেটর নন্দন দাসকে ঘরে ঢুকিয়ে তালাবন্দী করে রেখে বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনায় উনার কোনও দোষ নেই বলে কান্নায় ভেঙে পড়েন পাম্প অপারেটর নন্দন দাস। এদিন এক ঘন্টা এই অবস্থা চলার পর ডি ডব্লিউ এস দপ্তরের এস ডি ও রাজেন্দ্র ত্রিপুরা ঘটনাস্থলে পৌছে সময়মতো পরিস্থিত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দিলে পাম্প অপারেটরকে মুক্ত করেন বিক্ষোভকারীরা।
গত শনিবার থেকে পাম্প মেশিন বিকল হয়ে যাবার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছেন গোটা এলাকাবাসী। গ্রামবাসীদের বিক্ষোভের সঙ্গে হাত মেলান খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়তি দাস, মেম্বার স্মৃতি নিয়োগীও। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তারা মুখ খুলতে অস্বীকার করেন।এখন দেখার বিষয়়় কবে নাগাদ পানীয় জলের সুবেন্দাবস্ত করা হয় ।সেই দিকেই তাকিয়ে আছেন গ্রামবাসীরা।