যথারীতি কাজ আরম্ভ হয় ।সেই কাজের বরাত পায় বিশালগড়েৱ এক ঠিকাদার । দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মধুপুর এলাকার এক বিজেপি নেতাকে নিয়ে সেই কাজ করাচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে শুরু থেকেই নিম্নমানের কাজ হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম জিনিসপত্র দিয়ে সেই কাজ করানো হচ্ছে ।যার পরিপ্রেক্ষিতে ছাদের ঢালাই দেওয়ার সময় ভেঙ্গে পড়ছে একটি অংশ । তা প্রত্যক্ষ করে ওই এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের বক্তব্য একটাই নিম্নমানের কাজ হচ্ছে। একাংশ নেতাদের আস্কারা চিকে তার এ ধরনের কাজ করছে বলে অভিযোগ। আর এ বিষয় নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন প্রাক্তন মন্ডল সভাপতি কালিপদ রায়। তিনি বলেন যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পুরো কাজ নতুনভাবে করার দাবি তোলেন প্রাক্তন মন্ডল সভাপতি। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে কাজের গুণগত মান বজায় রেখে কাজ করা না হলে এলাকাবাসী কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।