করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে

অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। প্রথম দফা করোনাভাইরাসের (কভিড-১৯) মোকাবিলায় ব্যর্থ ভারতে এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ ঠেকছে প্রায় অর্ধ লাখে। এতে সারা ভারতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন।

গত বছরের নভেম্বরে এই সংখ্যক মানুষ দৈনিক আক্রান্ত হতেন ভারতে। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি। আনন্দবাজার জানায়, চলতি বছরে ৯ জানুয়ারি ভারতে করোনায় একদিনে মৃত্যু হয়েছিল ২২৮ জনের। এর পর থেকে দৈনিক মৃত্যু কমতে কমতে একশ’র নিচে নেমেছিল। গত কয়েক দিন ফের তা বাড়তে শুরু করেছে। রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।

কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানাতেও দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতোমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্সের (এআইআইএমএস) কর্মকর্তা রণদীপ গুলেরিয়া। করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়া এবং মানুষের করোনাবিধি যথাযথ মেনে না চলার জেরেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মনে করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?