রাজ্যের অর্থনৈতিক বিকাশে পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে : পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মেলাঘর, ২২ মার্চ।। রাজ্যের অর্থনৈতিক বিকাশে পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ পৃথিবীর বেশীরভাগ দেশ আজ পর্যটন শিল্পকে কেন্দ্র করে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ৷

গতকাল দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক নীরমহল উৎসবের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় একথা বলেন৷ তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে৷ মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে আয়োজিত নীরমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক সুুভাষ চন্দ্র দাস৷

রাজ্যভিত্তিক নীরমহল উৎসবের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শ্রী সিংহ রায় বলেন, রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে বিপুল সম্ভাবনা রয়েছে৷ এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছে সরকার৷ নীরমহল সহ রাজ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে৷

পর্যটকদের কাছে নীরমহলকে আরও আকর্ষনীয় করে তুলতে শীঘই লাইট ও সাউণ্ডের ব্যাবস্থা চালু করা হবে৷ পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম বিভিন্ন প্রয়াস নিয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, রাজন্য আমলের ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলকে রক্ষনাবেক্ষণের মাধ্যমে আকর্ষনীয় করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার৷

এতে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে৷ রোজগারের সুুযোগ সৃষ্টি হবে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সবাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত ও ত্রিপুরা ওয়ার্ক বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজমদার৷

https://www.facebook.com/pranajitsingharoy/videos/306535807481825/
স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহধিকর্তা পাঞ্চালী দেববর্মা৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ডেপুটি ডাইরেক্টর অভিজিৎ চক্রবর্তী, সিপাহীজলা জেলা পুলিশ সুুপার কৃষ্ণেন্দ চক্রবর্তী, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবি সমবায় সমিতির প্রেসিডেন্ট পবিত্র দাস প্রমুখ৷

নীরমহল উৎসবকে কেন্দ্র করে রাজঘাট চত্বরে বিভিন্ন স্ব-সহায়ক দলের পক্ষ থেকে ৩০টি স্টল খোলা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?