অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। গত ৫০ বছরের মধ্যে মারাত্মক বন্যায় প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, মুষলধারে বৃষ্টিতে নদীর তীর এবং বাঁধগুলো উপচে পানি ঢুকে পড়েছে রাজ্যের রাজধানী সিডনি এবং দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে।
কর্মকর্তারা জানিয়েছেন, ৫০ বছরের মধ্যে মারাত্মক এই বন্যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
যেসব মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন, তাদের জন্য তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সোমবার সিডনি রেডিও স্টেশন ২জিবি-কে তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়। ’
এদিকে বন্যাকবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় অস্ট্রেলিয়ার আড়াই কোটি মানুষের প্রায় এক-তৃতীয়াংশের বসবাস।
উদ্ধারকর্মীরা প্রায় ৫০০ উদ্ধার অভিযান চালিয়েছেন। বন্যায় বাসার মধ্যে আটকে পড়া একটি পরিবারের সদস্যদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়।
নদীর পানি উপচে সড়ক এবং সেতুগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু ঘরবাড়ির জানালা পর্যন্ত পানি উঠেছে। সোমবার কমপক্ষে ১৫০টি স্কুল বন্ধ করে দিতে হয়েছে।